Digitalization এর যুগে পৃথিবীর কোন দেশই পিছিয়ে নেই। যোগাযোগ, শিক্ষা, ব্যবসা-বানিজ্য, তথ্য সরবরাহ সহ বিভিন্ন দেশের দিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে তার আওতায় আনার জন্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা, বাংলাদেশ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে অত্র বিদ্যালয়ের জন্য স্বল্প সময়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পেরে আমি পরম করুনাময়ের নিকট শুকরিয়া আদায় করছি। বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তি আমাদের হাতের নাগালে। দৈনন্দিন জীবনে লেনদেনের হিসাব নিকাশ, শিখন-শেখানো কার্যক্রম এবং প্রশাসনিক বা একাডেমিক সব কিছুই তথ্য ও প্রযুক্তির আওতাধীন। জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ এর ওয়েব সাইট থাকার কারণে শিক্ষক, ছাত্র, অভিভাবক, গভর্নিং বডি, এলাকাবাসী এবং শিক্ষার সংঙ্গে সংশ্লিষ্ট সকল মহল ও দপ্তর উপকৃত হবে। এতে শিখন-শেখানো ফলপ্রসূ হবে এবং সকল কার্যক্রমে অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি আশাবাদী। শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার তথ্যাবলী অতি সহজে সকলের দৃষ্টি গোচর হবে। এবং শিক্ষা ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে। আমি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি।
আমি অত্র শিক্ষা প্রতিষ্ঠানকে একটি স্বপ্নের প্রতিষ্ঠানে উন্নিত করতে চাই।
অধ্যক্ষ
(মোহাম্মদ মোশারফ হোসেন)
জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ
নাম | ক্যাটাগরি | পদবী |
---|---|---|
জনাব এস এম কামাল হোসেন | প্রতিষ্ঠাতা | সভাপতি |
জনাব মোঃ জাকির হোসেন | দাতা সদস্য | সদস্য |
জনাব মোঃ খসরুল আলম | অভিভাবক সদস্য ( কলেজ শাখা) ) | সদস্য |
জনাব মোবারক হোসেন | অভিভাবক সদস্য ( কলেজ শাখা) ) | সদস্য |
জনাব মোহাম্মদ মনির হোসেন | অভিভাবক সদস্য (মাধ্যমিক শাখা) | সদস্য |
জনাব সাইফুল ইসলাম | অভিভাবক সদস্য (মাধ্যমিক শাখা) | সদস্য |